আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও মুখে মাস্ক না থাকায় ২৪ জনকে ৭৮৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চলায় ২৪ জনকে সংক্রমাক রোগ নিয়ন্ত্রণ আইনে জরিমানা করে সতর্ক করা হয়েছে। প্রশাসনের তদারিকমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ।

এদিকে, একই দিন বিকালে উপজেলার আমিরাবাদ ও পদুয়া বাজারস্থ বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি না থাকায় হোটেল রেস্তোরাকে ৭ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।