রাশেদুল ইসলাম মাহমুদ:
উখিয়া রেজু আমতলীতে দুই লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে৷

সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রেজু আমতলী জলিলেরগোদা আমবাগান এলাকায় বিজিবি এসব ইয়াবা উদ্ধার করে৷

যার আনুমানিক মূল্য ছয় কোটি ষাট লক্ষ টাকা বলে জানিয়েছেন বিজিবি৷

কক্সবাজার (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রেজু আমতলী মিয়ানমার সীমান্তের বাংলাদেশের অভ্যান্তরে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার (৫ এপ্রিল) রেজুআমতলী বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির জলিলেরগোদা আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তী সময়ে আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে ৬/৭ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের গুলি করে৷

জান, মাল- গুলি, সরকারী সম্পদের আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ১২ রাউন্ড গুলি চালায়৷ পরে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী মোড়ানো ব্যাগ ফেলে পাহাড়ী পথে মিয়ানমারের দিকে পালিয়ে যায়৷

পরে বিজিবি ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দুই লাখ বিশ হাজার পিস ব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য, ছয় কোটি ষাট লক্ষ টাকা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা৷