আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি দ্বীপে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৪ জন মানুষ নিহত হয়েছেন। ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত পূর্বাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেসের বাসিন্দারা ইস্টার সানডে উদযাপনে ঘুম থেকে জাগার কয়েক ঘণ্টা আগে বন্যা ও ভূমিধসের কবলে পড়েন।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জানান, ইস্ট ফ্লোরস রিজেন্সির ৪৪ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও নয় জন। অনেকে এখনো কাদার নিচে চাপা পড়ে আছেন।

উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সাভ প্রণালীতে ক্রান্তীয় একটি সাইক্লোন শুরু হয়েছে। এতে করে নুসা টেংগারা প্রদেশের দক্ষিণ অংশ এবং প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে আরও বৃষ্টি, ঝড় ও জলোচ্ছ্বাস হতে পারে। বর্ষাকালে ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিধস ও বন্যা খুব স্বাভাবিক। গত জানুয়ারিতে বন্যায় ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রদেশের সুমেদাং শহরে কমপক্ষে ৪০ জন মানুষের প্রাণহানি হয়েছিল।