আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার স্বাস্থ্য সহকারী ডাক্তার ফয়সাল সুলতান এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরও এই খবর নিশ্চিত করেছে। খবর দ্য ডনের।

খবরে বলা হয়, টিকা নেয়ার দুইদিন পর ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসার পর তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।

গত ১৮ মার্চ ইমরান খান সিনাফার্মের করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। টিকা নিয়ে তিনি ফের যাতে পাকিস্তানে করোনা ঢেউ আছড়ে না পড়ে তার জন্য সচেতনতার বার্তা দেন৷

চীন পাকিস্তানকে প্রায় সিনাফার্মের ৫ লাখ ডোজ পাকিস্তানকে দিয়েছে। দেশটিতে অ্যাস্ট্রাজেনঙ্কার ভ্যাকসিনও পৌঁছবে কিছু দিনের মধ্যেই৷ এছাড়াও রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকেও সম্মতি দিয়েছে পাক সরকার৷

রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। পাকিস্তানে গত ১০ মার্চ থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য দেশের মতোই বয়স্কদের আগ্রাধিকার দেয়া হচ্ছে। পাকিস্তানে এখন পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৮১০জন করোনা আক্রান্ত হয়েছেন৷