মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁও :

ইসলামাবাদে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষ হয়েছে মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ।মঙ্গলবার ৯ই ফ্রেব্রুয়ারী রাত ৯ টার দিকে ইউনিয়নের টেকপাড়া এলাকার এক মাঠে এ অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন মোরশেদ ফার্নিচার ঈদগাঁও বাজার, পাঁহাশিয়াখালী বর্ণমালা ক্রীড়া সংস্থা।
টেকপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই ফাইনাল ম্যাচে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্বে, বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজ সেবক মোঃ গিয়াস ঊদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আবু তৈয়ব চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান
জনাব, নুরুচ্ছফা,উদ্বোধন করেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক।এ সময় অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলম গীর, ঈদগাঁও শাখার ইসলামী বাংকের অফিসার শাহেদ মোস্তফা জুয়েল,বিশিষ্ট সমাজ সেবক, মমতাজ আহমেদ মুন্সি, আমেন খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মোঃ আলম,বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার ছৈয়দ আব্দু রহমান,তরুন সমাজ সেবক ও ক্রীড়া বীদ আজিজুল হক রুবেল, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নুকুর উদ্দীন, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য পদপ্রার্থী এম.এ আহাম্মদ নবী,তরুন সমাজ সেবক ও ক্রীড়া বীদ মোঃ হারুন আর রশিদ,দৈনিক গণসংযোগ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি সাংবাদিক মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, সাংবাদিক আলা উদ্দিন প্রমুখ।খেলায় ০১-০ গোলে জয় নিশ্চিত করেন পাঁহাশিয়াখালী বর্ণমালা ক্রীড়া সংস্থা।এ সময় প্রধান অতিথির ব্যক্তব্যে বলেন,মানুষ যত ভালো কাজে এবং খেলাধুলায় ব্যস্ত থাকবে, ততো মন্দ কাজ থেকে বিরত থাকবে। এই শিল্পবিপ্লবে মানুষ ধীরে ধীরে ঘরমুখী হচ্ছে এবং বিভিন্ন ভার্চুয়াল নেটওয়ার্কে আসক্ত হচ্ছে। টেকপাড়া ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে অবদান রাখার জন্য, মানুষের সুস্থ বিনোদন এবং এই নির্মল আনন্দের এই আয়োজনের জন্য। এই খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ রইল। পাঁহাশিয়াখালী বর্ণমালা ক্রীড়া সংস্থা প্রেমিকদের জন্য এ জয় বিরল সম্মান বলে অভিমত ব্যক্ত করেন তিনি।