দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:
উখিয়া পালংখালী শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৪টি লার্ণিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ৩ টার দিকে আগুনের সুত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় সংবাদকর্মী দেলোয়ার হোসাইন টিসু জানান, রাত ৩ টার দিকে আগুন দেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পানি না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তবে রাত ৩.৪৫ টায় ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

ততক্ষণে এনজিও সংস্থা ঢাকা আহসানিয়া মিশন (ডাম) এর ৪ শিশু শিক্ষা কেন্দ্র (লার্ণিং সেন্টার এল সি) পুড়ে ছাই হয়ে যায়।

ঢাকা আহাসানিয়া মিশন (ডাম) এর প্রোগ্রাম অর্গানাইজার আফজাল হোসেন খান জানান, আগুনে পুড়ে এল সি’র ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তিনি বলেন, চারটি ক্লাস্টার এল সি গত ১০ জানুয়ারি এল সি গুলোর কাজ শেষ হয়। আর ১২ তারিখ আমরা ভেন্ডারের কাছ থেকে রিসিভ করেছি।