পেকুয়া সংবাদদাতা :
রাজাখালী খাঁন ব্রাদার্স ছাত্র পরিষদের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট “খাঁন ব্রাদার্স প্রিমিয়ার লীগ-২০২০ এর ২য় রাউন্ডের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজাখালী নতুন ঘোনা ভাই ভাই স্পোটিং ক্লাব বনাম উজানটিয়া ফুটবল একাডেমী একে অপরের মোকাবেলা করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব সংহতি পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক হোসাইন শহীদ সাইফুল্লাহ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আমির হামজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী সালাহ উদ্দিন রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম প্রমুখ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন হারুন অর রশিদ সহকারী দায়িত্বে ছিলেন মানিক ও সাঈদ, চট্টগ্রামের ভাষায় অসাধারণ ধারাভাষ্য দেন নুরশেদুল ইসলাম ও জিয়া উদ্দিন। এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি একেএম আইমন খাঁন ইমরুল ও সদস্য হানিফ, সাইফুল, মিজান,খোকা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে । ট্রাইবেকারে উজানটিয়া ফুটবল একাডেমীকে ২-১ গোলে হারিয়ে রাজাখালী নতুন ঘোনা ভাই ভাই স্পোর্টিং ক্লাব বিজয়ী হন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নতুন ঘোনা ভাই ভাই স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক রেজাউল করিম।
খাঁন ব্রাদার্স ছাত্র পরিষদের মিনি ফুটবল কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।