সংবাদদাতা:
উখিয়ার মনির মেম্বারসহ এগার জনের ২ বৎসরের সাজা হয়েছে। কক্সবাজার দ্রুত বিচারের আইনে মামলা নং ৯/২০১৯ এর সাজাপ্রাপ্ত ১নং আসামী মনির পলাতক থাকায় ৯জনকে জেল হাজতে প্রেরণ করে এবং অপর একজনের সাজা পরোয়ানা জারি করে।

তিনি জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মনিরুল আলম মনির দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের মৃত এরশাদুর রহমানের ছেলে।

জানা গেছে, ১২ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন  বাদিপক্ষের আইনজীবি মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, আদালতের আদেশ আছে এবং মানুষের বাড়ি ঘর ভাংচুর করেছে মর্মে তাদের বিরুদ্ধে এই মামলার প্রেক্ষিতে এ সাজা হয়। তৎমধ্যে ৯জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। একজন পলাতক রয়েছে। একজনের সমন ইস্যু করেছে।

খুনিয়াপালং ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, ২০১৯ সালের একটি ঘটনাকে কেন্দ্র জালিয়াপালংয়ের মনির মেম্বার ও দালাল রশিদসহ আরো ১১জনের সাজা হয়েছে শুনেছি।

উল্লেখ্য, মনির মেম্বারের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলা নম্বর ৬০ (৮) ১৩ ও জিআর ৫১০/১৩ ইয়াবা মামলার চার্জশিটভূক্ত ১নং আসামী হয়ে ৯ মাস জেল কাটেন এবং বর্তমানে বিচারাধীন।