চট্টগ্রাম ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪২ জন; নতুন শনাক্তদের মধ্যে ২০০ জন নগরের ও ৪২ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৩ হাজার ৮৭০ জনের মধ্যে ১৭ হাজার ৮৫১ জন নগরের ও ৬ হাজার ১৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৩ জন; এর মধ্যে ২১৯ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।