আবুল কালাম , চট্টগ্রাম:

নবনির্বাচিত রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার শপথ গ্রহণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ তাকে শপথবাক্য পাঠ করান।

সোমবার (২নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, স্থানীয় সরকার পরিচালক দেলোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আকতার।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, চেয়ারম্যান ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, আকতার হোসেন খাঁন, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, এডভোকেট এম এ নাছের, জসিম উদ্দিন তালুকদার, এমরুল করিম রাশেদ, ফারুখ সিকদার, মাষ্টার রঞ্জন বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুব লীগের সহসভাপতি বিকে লিটন চৌধুরী, রাঙ্গুনিয়া তাঁতী লীগের সভাপতি মোরশেদ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।গত ২০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে স্বজন কুমার তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন।