আবুল কালাম , চট্টগ্রাম :

বন্দরনগরী চট্টগ্রামর ডবলমুরিং,ইপিজেড, বন্দরও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে চট্টগ্রাম মেট্রোপলিটন ( সিএমপি) ডিবি (বন্দর ও পশ্চিম) কর্তৃক সাড়াশি অভিযানে গ্রেফতার করেছেন ২০ জুয়াড়িকে।

২৭অক্টোবর রাত ১১ টার দিকে মহানগর গোয়েন্দা (বন্দরওপশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম), মোহাম্মদ মনজুর মোরশেদ এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ গোলাম ছরোয়ার, পুলিশ পরিদর্শক (নিঃ), মোহাম্মদ মাহবুবুল আলম, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান ও পুলিশ পরিদর্শক, মোঃ জাহিদুল কবির সহ টিম-১১, ,১৫, ১৬,১৮ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং,ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করেন।
এসময় তাদের কাছথেকে নগদ ৩০,১৬০/- (ত্রিশ হাজার একশত ষাট) টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করে মহানগর গোয়েন্দা (বন্দরওপশ্চিম) বিভাগ।

গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ আদালতে প্রেরণ করা হবে এবং এসব জুয়াড়িদের পেছনে যারা মদদ দিচ্ছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।