বলরাম দাশ অনুপম :
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার গোলাম কিবরিয়া। জুন মাসে মাদক ও চোরাই গাড়ি উদ্ধারে সাহসি ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ এসআই’র পুরস্কার দেয়া হয়। গত বৃহস্পতিবার ১৬ জুলাই চট্টগ্রাম হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত গোলাম কিবরিয়ার হাতে পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল আলম, পিপিএম (সেবা)সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এদিকে পুরস্কারটি এসআই গোলাম কিবরিয়া লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদকে উৎসর্গ করেন। পাশাপশি ওনাকে সার্বক্ষনিক সহযোগিতা ও মানসিক ভাবে উৎসাহ প্রদান করায় কৃতজ্ঞতা জানান সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লার প্রতি। এসআই গোলাম কিবরিয়া তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে লোহাগাড়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য-লোহাগাড়া থানার আগে এসআই গোলাম কিবরিয়া কক্সবাজার জেলা পুলিশ, সিলেট মেট্টোপলিটন পুলিশ ও মিশনে কর্মকর্তা ছিল।