আবুল কালাম , চট্টগ্রাম :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ২৫ সেট অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন সাইফ পাওয়ারটেক লিমিটেড।

শুক্রবার ১৭ জুলাই বিকালের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন(সিএমপি) পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, বিপিএম(বার),পিপিএম(বার), সাইফ পাওয়ারটেক এর সি.ও.ও. মেজর(অবঃ) জনাব হুমায়ুন কবির, সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও মানব সম্পদ) মোঃ রেজাউল করিম, উপ-ব্যবস্থাপক জনাব সাইফুল আলম(বাবু) সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।