জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়ায় মোটর সাইকেল ও যাত্রীবাহি মাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৮) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

সে উপজেলার চুনতি হাজি রাস্তার মাথা কাজির পাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন মো: আরিফ (২৭) নামের অপর আরোহী। সে পূর্ব কলাউজান গাবতল এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর ওয়েডিং পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাটি ঘটে।

হতাহত দু’জনই লোহাগাড়া বটতলি মোবাইল মার্কেটের ব্যবসায়ী। ঘাতক যাত্রীবাহী মাইক্রোবাসটি পালিয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছে, ওয়েডিং পার্কের সামনে যাত্রীবাহী মাইক্রোবাস আরেকটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারি হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতের চিকিৎসা চলছে। ঘাতক মাইক্রোবাসটি ধরার চেষ্টা চলছে।