চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে সর্বপ্রথম ৫০ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

১৫ জুলাই বুধবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সুলতানপুর হাসপাতালে টেলি-কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের উদ্যোক্তা ফারাজ করিম চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফজল করিম বাবুল।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি স্বপন চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, মুহাম্মদ বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজাদ হোসেন, পল্লী বিদ্যুত সমিতি ২ এর বোর্ড সভাপতি তসলিম উদ্দিন, সোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুসা আলম খান চৌধুরী, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, মোঃ মিজানুর রহমান প্রমুখ।