সিবিএন:
বৃহত্তর চট্টগ্রামের অন্যতম পাঠক প্রিয় পত্রিকা ‘দৈনিক সাঙ্গু’র যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম মাসুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
গত পাঁচ দিন ধরে তিনি জ্বর, সাথে শ্বাসকষ্টে ভোগছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে সেখানেই তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
ইতোমধ্যে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানান সাঙ্গুর সম্পাদক কবির হোসেন ছিদ্দিকী।
তিনি জানান, অসুস্থতার আগের দিন পর্যন্ত কর্মস্থলে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম মাসুদ। তিনি হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়বেন কল্পনাও কেউ করে নি।
যুগ্ম সম্পাদকের দ্রুত সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন সম্পাদক কবির হোসেন ছিদ্দিকী, কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ইমাম খাইরসহ দৈনিক সাঙ্গু পরিবার।