আবুল কালাম ,চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কামরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইকরা ১৫৬.৮০ গ্রাম স্বর্ণসহ মোঃ খালিদ হাসান ইমন (৩২) নামে এক যোবককে গ্রেফতার করেন। পুলিশ।

বুধবার ৮ জুলাই বিকালের দিকে নগরীর চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত স্বর্নালংকারসমূহ পিরোজপুর জেলা হতে চুরির মাধ্যমে সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে এনেছে মর্মে জানায়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।