আবুল কালাম , চট্টগ্রাম :

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনীস্থ হোটেল দুবাইয়ের ৪র্থ তলার ২১১ নং কক্ষ হতে প্রতারনার মাধ্যমে জাল দলিল তৈরী করে সরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্য’কে ভূয়া নিয়োগপত্র, প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেফতার করে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ২৪ জুন বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করেন পুলিশ।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্ সদীপ কুমার দাস, পিপিএম(বার) এর সার্বিক দিক নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন (পিপিএম-সেবা) এর নেতৃত্বে এসআই/অর্নব বড়ুয়া ও ডবলমুরিং থানার টিমের সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো মোঃ রেজাউল করিম(৪৪), জহুরুল ইসলাম(৩৭), মোঃ আব্দুস সহিদ(২৯)’
এ সময় তাদের কাছথেকে ভূয়া নিয়োগপত্র ও প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।