আবুল কালাম ,চট্টগ্রাম :

চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্তায় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম আই ইনফারমারির সাবেক চিকিৎসক ডা. শহীদুল আনোয়ার মারা গেছেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনা সংক্রমণে তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত একমাস ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর) জানিয়েছে, প্রায় এক মাস আগে তিনি কভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্ত হন।

তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মারা যান এই চক্ষু বিশেষজ্ঞ। তার পরিবারের অভিযোগ, প্রবীণ চিকিৎসক হয়েও তিনি চমেক হাসপাতালে সুচিকিৎসা পাননি।

এমনকি চট্টগ্রামের বিএমএ নেতারাও তার খোঁজ রাখেননি। ডা. শহীদুল আনোয়ার ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।