– কামাল হোসেন

দোহাই লাগে করোনা তুই
এবার চলে যা
প্রিয়জনের মরন শোক আর
সইতে পারি না।

পৃথিবী আজ থমকে গেছে
মরন খেলায় তুর,
চারিদিকে হাহাকার আজ
বেদনারই সুর।

তুর কারনে খালি হলো
কত মায়ের বুক,
লাশের সারি দেখে দেখে
ভাসে কেবল চোখ।

আর কত দিন দেখবো বলো
এমন লাশের সারি?
প্রিয়জনের চোখের জলে
বাতাস হলো ভারি।

ও করোনা বেশ হয়েছে
এবার চলে যা,
আর কোনদিন এই ভুবনে
ফেলিস না তোর পা।

১২ জুন ২০২০/ রামু