প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম-০৬ রাউজান আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি’র বড় ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক মরহুম এ.বি.এম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে মহান জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

আজ ১০ জুন (বুধবার) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের প্রথম বৈঠকে মাননীয় স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী কর্তৃক উত্থাপনীয় শোক প্রস্তাবে এটি গৃহীত হয়।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবে উল্লেখিত ব্যক্তিদের স্মরণে বক্তব্য রাখেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে মহান জাতীয় সংসদে মরহুম এ.বি.এম ফজলে রাব্বি চৌধুরীর শোক প্রস্তাব গৃহীত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার ও সকল সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-০৬ রাউজান আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি।