চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকা হতে ১৫০০ পিস ইয়াবা সহ নাজমুল হাওলাদার (৩৯) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে। সে সূত্র মতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) ডিএনসির ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা ব্যাবসায়ী নাজমুল হাওলাদারকে ১৫০০  পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন ।

আটক আসামী বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুর হাকিম হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স মাদক বিষয়ে কোন আপোষ নেই। আমাদের নিয়মিত প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। আজকের ১৫০০ পিস ইয়াবা সহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য দমন আইনে পটিয়া থানায় ২০১৮ সনের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।