চট্টগ্রাম প্রতিনিধি:

কোতোয়ালী থানার করোনা সেলের দায়িত্বে থাকা এসআই ইকবাল ভূইয়ার পর এবার করোনা আক্রান্ত হয়েছেন ওসির গাড়ি চালক বাহাদুর। শরিবার রাতে চমেক হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে চালকের দায়িত্বে থাকা পুলিশ কনেস্টেবল বাহাদুরের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এরপর রোববার থেকে থানার নিজ রুমে অফিস না করে হোম কোয়ারান্টাইনে গেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি ১৪ দিনের জন্য থানা কম্পাউন্ডের ভেতর ওসির বাংলোয় কোয়ারেন্টাইনে থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার গাড়ির ড্রাইভারের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাই আজ থেকে সর্তকতার অংশ হিসেবে আমি থানা কম্পাউন্ডের ভেতর বাসায় কোয়ারেন্টাইনে থাকব ১৪ দিন।’

ওসি মহসিন জানান, চালক বাহাদুর প্লাজমা নিয়েও কাজ করছেন। ইতিমধ্যে কয়েজন প্লাজমা ডোনারকে নিজ গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছেন। রোগীর রক্তের ব্যবস্থা করেছেন।