মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় নতুন করে আরো দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে, অর্থাৎ তাদের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বাড়ালো ১০ জনে।
শুক্রবার দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন। তিনি জানান, লামা পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ মিন্টু এবং গজালিয়া ইউনিয়নের বাইশপাডী পাডার বাসিন্দা উসাইজু মারমার কাশি, জ্বর ও গলা ব্যাথা অনুভূত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। ১৪দিন পর পরীক্ষার জন্য পূণরায় তাদের নমুনা সংগ্রহ করা হবে।

এ বিষযে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এডাতে আক্রান্ত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।