সিবিএন ডেস্কঃ
চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রথম ও প্রধান পরীক্ষাগারে আজ শুক্রবার থেকে রোববার (৩১ মে) পর্যন্ত তিন দিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হবে না।

ওই ল্যাবের প্রধানসহ আরও এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর ল্যাব জীবাণুমুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল।

জীবাণুমুক্ত করার কাজ শেষ হলে সোমবার (১ জুন) থেকে পুনরায় নমুনা পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবীরের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, বিআইটিআইডির ল্যাব প্রধান ডাক্তার শাকিল আহমেদ ও মেডিকেল টেকনোলজিস্ট মুক্তা রানী ভৌমিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন।

এই অবস্থায় আরটি পিসিআর ল্যাব জীবাণুমুক্ত করার লক্ষ্যে ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত তিনদিন করোনা টেস্টের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

সোমবার (১ জুন) থেকে যথারীতি করোনা টেস্ট চালু হবে।