এস আর হোছাইন

কদর রাত্রি,
মানব স্রষ্টার প্রেম প্রেম খেলা
সারা নিশীথ বেলা।
এই রজনীর শান মান
গ্রন্থ শ্রেষ্ঠে করেছে বয়ান
অদ্য রাত্রি নাযিল পাক কোরআন।
স্রষ্টা কহে,
সৃজন তরে চলমান রাত
হাজার মাস অধিক স্বাদ।
এ বেলায় মালায়েক বিরাজ
করে চারিদিক,ফজর অবধি আজ
তারা চাহে কার কার সহে
বন্দেগী খোদার,জাগ্রত রহে।
প্রতিনিধি তারা বিভুর ভবে
মানব দ্বারে ছিটে সালাম নিরবে।
কে আছে ইবাদত চাষে কি’বা যাচে
চুপি চুপি নম্র মনে খোদার কাছে
তালাশে মালায়েক তাহা আনাচ কানাছে।
খোদার বাণী,
কার কি চাহনি চাও
আমার সমীপে হস্ত দাও
হস্ত ভরে দিবো দুঃখ নিভাবো
সুখ সাগরে যেন তরী বাও।
আগামী মন্দ নাহি যার
ইবাদতে করে রাত্রি সারা পার।
হস্ত তুলে নিম্ন মস্তকে চায়
পায় যেন সবি,মিলে দয়ার আঁচলে ঠাই।
আঁখি জলে সেজে ফকির অঙ্গ ভিজায়
চির সত্য স্রষ্টা নবীর জয়গান গায়।
নিদ্রায় মগ্ন রয়ে হায়
রজনী কেটে যার যায়,
ক্ষণে ক্ষণে দিবে দুঃখ নাড়া
চাপবে দোষ ললাটে বেলা সারা।
ললাট মন্দ বলে কেনইবা দোষ
ভিন্ন পথচলা তারি বেখেয়ালি হুশ।
ফজর নামাজ শেষে,গাছ পাথর কষে
মালায়েক যাবে বিদায়ী হেসে,
ভালো মন্দ তথ্য থলিতে
হাজির তরে খোদার পথে।

কবি পরিচিতিঃ
এস আর হোছাইন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয়।
srhossaincox143@gmail.com