জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলা সদর ও পদুয়া বাজারে করোনায় চলমান অভিযানে ৭টি মামলায় ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ মে) ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।

জরিমানা আদায়কৃতরা হলেন, লোহাগাড়া সদরের স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় নোবেল প্লাজকে মাহি এন্ড ব্রাদার্সে, মুনালিসা ফ্যাশনকে ৩ হাজার ৫শ টাকা, পদুয়া বাজারে মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় এম.আরকে স্টোরকে ২ হাজার টাকা, ডেলি শপকে ২ হাজার টাকা ও মনি স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫শ টাকা জরামানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা প্রতিরোধকল্পে চলমান ভ্রাম্যমান আদালতের অভিযানে আমিরাবাদে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় ৩ কাপড়ের দোকানদারকে ৩ হাজার ৫শ টাকা ও পদুয়া বাজারে ৩টা মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৯ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।