বলরাম দাশ অনুপম :

“মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইয়া দিলেও শোধ হবে না”। আসলেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ফকির আলমগীরের এই গানের কথার মতই মা শব্দটি এমনই একটি জিনিস যার ঋণ কখনো শোধ করা যায় না।

আজ মা দিবস। এই দিবসে বিশ্বের সকল মায়ের প্রতি জানাই আমার শ্রদ্ধা আর ভালবাসা।

মা এমন এক জিনিস যিনি শত কস্টের মাঝে সন্তানের মুখে একটু হাসি ফুটাতে সব দুঃখ-কস্ট দূরে ঠেলে এগিয়ে যায়। কখনো নিজের জন্য চিন্তা না করে সন্তানের মঙ্গল কামনায় সদা সবর্দা মহান সৃর্স্টিকর্তার কাছে প্রার্থনারত থাকে। আজকের এই দিনে যাদের মা এই পৃথিবীতে বেঁচে আছেন তাদের মত ভাগ্যবান আর কেউ নেই। আর যাদের মা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তাদের বুকের ভিতর যন্ত্রণা ছাড়া কিছুই নয়। তেমনি এক অভাগা আমি নিজেই। আজ থেকে ৪ বছর আগে হারিয়েছি যার গর্ভে জন্ম নিয়ে এই সুন্দর পৃথিবীর মুখ দেখেছি সেই গর্ভধারিনীকে। তবুও আজকের এই দিনে মনে করি আমার মায়ের স্নেহ, ভালবাসা রয়েছে আমার সাথে। মা তুমি যেখানে থাক না কেন সুখে-শান্তিতে থেক। আজকের এই দিনে তোমাকে জানাই শ্রদ্ধা আর ভালবাসা। পরিশেষে বলি আসুন আমরা পৃথিবীর সকল মাকে নিজেদের মা হিসেবে ভালবাসি তাঁদের শ্রদ্ধা করি, তাঁদের পাশে দাঁড়ায়। আবার বিশ্বের সকল মাকে শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র এই লেখা শেষ করছি।

 

লেখকঃ একজন সংবাদকর্মী, মোবাইলঃ ০১৮১৮২০৫৭৬৩