জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

সামাজিক সংগঠন আমাদের আলোকিত সমাজের উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল।

প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ, ১৪ দল নেতা মিতুল দাশগুপ্ত, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম।

যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার তানিমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জব্বার, নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, আলমগীর আলম, আশরাফুল গনি চৌধুরী, শওকত হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল রাজীব, সাধারণ সম্পাদক কাজী কামাল, ভাইস চেয়ারম্যান মো. মিথুল দাস, নজরুল ইসলাম, নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক গৌতম হালদার, শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম, ইয়াছিন ভুইয়্যা, ইমরান মাহমুদ রনি, ইশতিয়াক চৌধুরী, শামসুল ইসলাম মিঠু, ইখতিয়ার হোসেন রনি, মোহাই মিনুল, রুমি, সাগর মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আগেও বহুবার সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। এবার করোনা মোকাবিলায় তাঁর নানা পদক্ষেপে আক্রান্তের হার সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি দক্ষ রাষ্ট্রনায়কের স্বাক্ষর রেখেছেন। দুর্যোগকালে যোগ্য নেতৃত্বের পরিচয় মেলে, শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।