জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী অাবু ছিদ্দিক সুস্হ হয়ে বাড়ি ফিরার পর এবার দ্বিতীয় রোগী জান্নাতুল হাবিবা ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ২ জন করোনা রোগী নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন।

অাজ শুক্রবার (৮ মে ) নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে নাইক্ষ্যংছড়ি দ্বিতীয় করোনা রোগী জান্নাতুল হাবিবাকে ছাড়পত্র দেয়া হয়।

এর আগে (২৬এপ্রিল) একই হাসপাতাল থেকে বান্দরবান জেলার প্রথম করোনা রোগী অাবু ছিদ্দিক ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নাইক্ষ্যংছড়ি হাসপাতালের প্রধান ডাক্তার অাবু জাফর মো: ছলিম. বলেন, করোনা টেস্টের পরীক্ষায় পর পর দুইবার নেগেটিভ আসায় আজ জান্নতুল হাবিবাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সেই সঙ্গে তাদের সার্বক্ষণিক বাসায় থাকতে বলা হয়েছে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে। সংবাদ প্রেরক জাহাঙ্গীর অালম কাজল নাইক্ষ্যংছড়ি মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২