আমিনুল হক, মহেশখালীঃ
দীর্ঘ ১৫/১৬ বছর সৌদি আরবে থেকে বাংলাদেশ সরকারকে প্রচুর পরিমান রেমিটেন্স দিয়েছেন প্রবাসী শামসুল আলম।

তিনি রেমিটেন্সযুদ্ধে সফল হলেও করোনাযুদ্ধে হেরে গেলেন।

মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্ৰামের আবুল বাশারের ছেলে শামসুল আলম একজন সৌদি প্রবাসী।

প্রায় ১৫/১৬ বছর আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন। আজ থেকে ১৫ দিন আগে তিনি সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হন৷ এই ১৫ দিন তিনি সৌদি আরবের মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত হেরে গেলেন শামসুল আলম। চলে গেলেন না ফেরার দেশে।

তিনি ৪ মে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

তাকে সৌদি আরবের মদিনায় দাফন করা হবে বলে জানা গেছে।