আবুল কালাম, চট্টগ্রাম :

বন্দর নগরী চট্টগ্রামে পাঁচলাইশ থানার অতি পরিচিত বিবিরহাট এলাকায় এক প্রবাসী র বাডিতে থেকে কোটি টাকার চাঁদা না পেয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ঢাকাইয়া আকবর, আরেফিন ও দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রেফতারের পর আসামিদের আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন,নগরীর বিবিরহাট এলাকায় শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের নির্দেশে চাঁদা আদায় করতে গিয়ে এক প্রবাসীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা। এই ঘটনায় ঢাকাইয়া আকবরসহ তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হামলার দায় স্বীকার করেন। জানা যায়, বিবিরহাট এলাকার বাসিন্দা নুরুল আবছার ও নুরুল আক্কাস সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে তারা চান্দগাঁও আবাসিক এলাকায় একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। কাজ শুরুর পর ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে দুই প্রবাসীর কাছে ফোন করে কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারলে তাদের নামে একটি ফ্ল্যাট লিখে দিতে বলে। তাদের কথা না শুনলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়। এরপর ২১ এপ্রিল তাদের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে।