শফিকা আকতার ছিদ্দিকা

যদি ভালোবেসে থাকো
ঘরে থাকো,
আপনজন সব থাক পড়ে,
আবেগ সব দাও ছুঁড়ে,
তাদেরকে বাঁচাতে সরে থাকো।
এখন ভালোবাসা মানে নয়
দুই হাতে অন্যকে জড়ানো,
এখন ভালোবাসা মানে দূরে থাকা
পারস্পরিক সান্নিধ্য এড়ানো।
এখন ভালোবাসা মানে
জরুরী প্রয়োজন ছাড়া
ঘর থেকে বের না হওয়া,
এখন ভালোবাসা মানে
জড়ো হয়ে কোন কাজ না করা,
নিরাপদ দূরত্ব বজায় রেখে
প্রয়োজনীয় সব কাজ সারা।
যে উপায়ে স্বাভাবিক মানুষ
নিজেকে প্রকাশ করতো,
এখন সেটা নিতান্তই সস্তা প্রেম,
মানুষে মানুষে দূরত্ব বজায় রাখবে,
থাকবে তখন সবার জীবনের দাম।
অধরের ঈষৎ হাসিতে করি ভালবাসা প্রকাশ,
আবেগ না বাড়িয়ে বাস্তবতা মেনে থাকি বেশ।
মৃত্যু যদি হয়ে থাকে পরম আপনজনের
ধৈর্য ধরি বাঁধি বুক দোয়া মাগি
অনন্তপ্রেম প্রকাশি না হয়ে হুজুগী
দোয়া করি অন্যের তরে রাত জাগি।
একেলা একেলা ভেলা ভাসানোই
আজ ভালোবাসা,
যদি সুস্থ থাকি পরিবারের সবাই জড়ো হই,
গল্প, আড্ডা করি বাড়াই জীবনবোধ,
এতেই হয়তো হতে পারে
পরিবারের প্রতি অবহেলার কিছু শোধ।
আক্রান্ত কেউ হলে ঘরে
সাবধানে থাকি সরে
একলা থাকি কক্ষে গাই আপন সুরে।
বাঁচতে হলে
জন থেকে জন থাকতে হবে নিরাপদে দূরে।
অসহায় মানুষের মন আজ কাঁদে নীরবে,
উপায়হীন মানুষ কাটাচ্ছে সময় ভেবে ভেবে।
বিয়োগব্যথা নীরবে সহি,
মানবের প্রেম সাথে বহি
চাহি ভালোবাসা তাই নীরবতা যাই সহে,
মিথ্যে প্রেম বুলিতে হৃদয় কেবল যায় দহে।
এত বছরের স্বপ্নিল পৃথিবী আজ
স্বপ্নের মতো লাগে দিনশেষে
যদি বেঁচে যাই আবার যাচ্ছে যে সময়টুকু
সে সময় স্বপ্ন হবে অবশেষে।
সময় শুধু সময়ে অসময়ে সমুখপানে ধায়,
আমরা মানুষ সময় গেলো বলে করি হায়হায়।
যে হাসির পরশে ধন্য হয় হৃদয়,
আজ সে হাসির পরশ ছেড়ে
চাচ্ছি সবাই পৃথিবী করতে জয়।
আজিকার এই ছবি
আঁকা থাকবে চোখের পাতায়,
আঁকাবাঁকা আল্পনাতে উঠবে আবার ও রবি
গণনাকারী মানুষের শুধু ফুরাবে সময়।
ভালোবাসা শুধু ঘরে থাকা,
ঘরে থাকলে রাস্তাঘাট থাকতো ফাঁকা,
আসলেই কি আমরা আছি ঘরে?
সরকারি নিষেধাজ্ঞায় উঠি একটু নড়ে,
বুঝে ও বুঝছিনা মোরা
হবে কি ভয়াবহ পরিণতি,
সামান্য ভুল দিচ্ছি বড় মাশুল
হারাচ্ছে প্রিয়জনের জীবনের ইতি।
প্রয়োজন ছাড়া আমরা না বেরুই বাইরে,
নিজে বাঁচি অন্যেরে বাঁচাই
জানি দুঃসময় শেষ হবে বিশ্ব থেকে অচিরে।
সেধে সেধে যেন মোরা নিচ্ছি মরণজ্বালা,
রাস্তাঘাটে অস্থির মানুষ কানে দিয়েছে তালা।
এর পরিণাম কি হবে, বুঝেও বুঝছেনা মানুষ,
আপনজন না হারালে কারো যে হয়না হুঁশ।
প্রকৃতির কাছে মানুষের অস্তিত্ব অতি ক্ষীণ,
প্রকৃতিই মানুষকে দেয় নিত্য নতুন দিন।
যত ঝড় ঝঞ্জা আসুক এই প্রকৃতির বুকে,
প্রকৃতি স্বাভাবিকভাবে সজিয়ে নেয় আপনাকে।
আমরা মানুষ ক্ষতচিহ্ন বয়ে বেড়াই প্রতিনিয়ত,
প্রিয় হারানোর বেদনায় দিন দিন হই আহত।
দোয়া মাগি,
নীরবে নির্জনে আসুক স্রষ্টার প্রেম অবারিত,
যার ক্ষমতার কাছে সমস্ত সৃষ্টি হয়ে থাকে নত।