ঘরবন্দী

প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০ ০১:৫৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


জামাল হোসেন

মহামারীর ভয়েতে হয়েছি ঘরবন্দী

দু’চোখের জলে করি মোনাজাতে সন্ধি।

খোদা তোমাকে ভুলবনা, আনুগত্যে থাকবো।

মনুষ্য কাতারে সদা অবিচল রবো।

কত সুন্দর ধরণী, সৃষ্টি যতো প্রাণি !

হিংসা-বিদ্বেষ ঝরায় প্রায়শই প্রাণহানি।

খোদার গড়া এ ধরা করেছি প্রাণহীন

এক্ষণে বিবেক বলে, ছিলাম কূলহীন।

ও খোদা, বুঝেছি মোরা পাপেতে ছিলাম

নিজেতে মশগুল হয়ে দিন কাটাতাম।

ধর্মগ্রন্থ বুঝে, মেনে সাজাবো জীবন

তোমার সন্তুষ্টি শেষে চাই গো মরণ।

কক্সবাজার