আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি :

গত ৯ এপ্রিল নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব এর ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসকারী বৃদ্ধ মোঃ জামানের একটি ভাঙ্গা ঘর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এর পরই বিষয়টি গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী আজগর আলীর নজরে আসায় তিনি ঘরটি মেরমতের জন্য মোবাইলে যোগাযোগ করে। পর্ববতী সময়ে এক সপ্তাহর মধ্যেই ঘরটি মেরামত সহ সবকিছু নতুন করে দেয়া হয়। ওমান প্রবাসী আজগর আলীর মানবিক সহায়তায় বান্দরবানের নাইক্ষ্যং ছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ী গ্রাম শিয়া পাড়ার বৃদ্ধ জামান এখন খুশি।
আজগর আলীর মানবিক সহায়তায় এলাকার লোকজন ও খুশী।

উল্লেখ্য গত ১২ এপ্রিল শিয়া পাড়া,হরিণ খাইয়া ধয়ার বাপের মার্মা পাড়ায় ৪০ জন খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা স্বরূপ চাউল,ডাল,তৈল,লবন,পেয়াজ,আলুও সাবান সহ নিত্য প্রয়োনীয় সামগ্রী বিতরণ করা হয়।