সংবাদদাতা:
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একটি শিশু মারা গেছে। রবিবার (১২ এপ্রিল) রাত আড়াইটার দিকে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জামাল মোস্তফা এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দু’জন মারা গেলো।

শিশুটির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ওসমান পাড়ার বাসিন্দা। এ ঘটনায় ওই পাড়াটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা।

ডা. জামাল মোস্তফা বলেন, শনিবার (১১ এপ্রিল) সকালে শ্বাসকষ্ট নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিশুটিকে ভর্তি করানো হয়। রবিবার (১২ এপ্রিল) নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। এরপর রাতেই তাকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে এখানে তার মৃত্যু হয়।