আবুল কালাম চট্টগ্রাম :

বন্দর নগরী চট্টগ্রামে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্তের পর নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকায় ৫ টি বাড়ি লকডাউন করে দিয়েছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে এসব বসড়ি লকডাউনের ঘোষণা করেন পুলিশ।

নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বিষয়টি নিশ্চিত করে
বলেন, নগরীতে করোনা শনাক্ত ৫০ বছর বয়সী ওই রোগীর সিডিএ মার্কেট এলাকায় ৫তলা একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন।

ওই ব্যক্তির বাসা সহ ৫টি ভবন লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে কেউ প্রবেশ কিংবা বের হতে পারবেন না।

করোনা আক্রান্তওই রোগী বাসায় ছিলেন। বর্তমানে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে তিন জন করোনা রোগী শনাক্তের খবর জানায় বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার কবীর।