ইমাম খাইর, সিবিএন
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি কাঠির মাথা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে, হতাহতের ঘটনা ঘটেছে কিনা, জানা যায় নি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ মুঠোফোনে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে এ খবর দিয়েছেন।
তিনি জানান, রবিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।
এই ঘটনায় দোকানের মুল্যবান আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। হতাততের খবর পাওয়া যায় নি।
তবে, স্থানীয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে ধারণা করছে।