মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং শুরু হয়েছে।
‍শুক্রবার(২০ মার্চ) সকালে উপজেলার চৌধুরীহাট বাজারে এক অভিযান চালিয়ে বেশি দাম নেয়ায় দুই প্রতিষ্টানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্ল্যাহ।প্রাথমিক ভাবে দুইটি প্রতিষ্টানকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট। তিনি এ প্রতিবেদককে বলেন,কোনো ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের দাম বেশি চাইলে তাকে আইননাগ ভাবে অর্থ দন্ড করা হবে। বাজার মনিটরিং থাকবে কোথাও পণ্যের দাম বেশি চাইলে আপনারা আমাদেরকে জানান।