আবুল কালাম চট্টগ্রাম :

১৭ই মার্চ ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম।

এ মহান দেশপ্রেমিক ও স্বাধীন বাংলার স্তপতি ও স্বপ্নদ্রষ্টার জন্ম শতবার্ষিকীতে এক বিবৃতিতে তিনি জানান ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতনা। তিনি ফাঁসির কাস্টে দাড়াতে রাজি ছিলেন কিন্তু বাঙ্গালীর মুক্তির আন্দোলন থেকে সরে আসেন নি। বাংলার মানুষকে তিনি নিজের পরিবার ও নিজের জীবনের থেকে বেশী ভালবাসতেন।তিনি জীবনের অর্ধেক বয়স কারাগারে নিক্ষিপ্ত ছিলেন, তবুও পশ্চিমা হানাদার বাহিনীর কাছে মাথা নত করেননি। যতদিন থাকবে বাংলাদেশ জাতি স্মরণ রাখবে ততদিন তোমায়।

আসুন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ক্ষুধা–দারিদ্রতা মুক্ত একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে ও মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাই’।