প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

গত (বুধবার) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

২০১৭ সালে এস.এম. বোরহান উদ্দিন কে সভাপতি এবং আবু তাহের কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই কমিটি এইবার বর্ধিত আকারে ঘোষণা করা হলো।

পূর্নাঙ্গ কমিটিতে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের কৃতি সন্তান মিনহাজুল হক শিহাব সহ- সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। সে উপজেলা পদুয়ার নুরুল হক কন্ট্রাক্টরের পুত্র। মিনহাজুল হক শিহাব জানান, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান এবং আমার বাবা নুরুল হক কন্ট্রাক্টর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।

আমি আমার বাবাকে দেখে রাজনীতিতে এসেছি। এবং স্কুল জীবনে সপ্তম শ্রেণী থেকে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম।

স্কুল ছাত্রলীগ থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন,উপজেলা এবং জেলার রাজনীতিতে জড়িত ছিলাম। বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে ছিলাম এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছি।

যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ মুজিবের আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো। এবং ছাত্রলীগের ভাইদের সাথে সমন্বয় করে আমার উপর অর্পিত দায়িত্ব যতাযতভাবে পালন করে যাবো।

মিনহাজুল হক শিহাব কমিটিতে সহ- সম্পাদক হওয়ায় এলাকাবাসী আনন্দে মেতে উঠেছেন ।