জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রাম মঞ্চ পাঠক ফোরাম লোহাগাড়া শাখার আয়োজনে বীর চট্টগ্রাম মঞ্চের ১৯ তম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত রেষ্টুরেন্ট বিচভিউ’র হল রুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারনিউজ.কমের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। লোহাগাড়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে অন্যদের বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,লোহাগাড়ানিউজ২৪.কমের সম্পাদক অধ্যাপক অাব্দুল হাকিম চৌধুরী,চট্টগ্রাম মঞ্চ কক্সবাজার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান,চট্টগ্রাম মঞ্চ পাঠক ফোরাম লোহাগাড়া শাখার সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচএম জসিম উদ্দিন, প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম ও দপ্তর সম্পাদক রায়হান সিকদার প্রমূখ। এসময় লোহাগাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়ানিউজ২৪.কমের প্রকাশক মারুফ খান, সিপ্লাসটিভি প্রতিনিধি মো:এরশাদ,আমার সংবাদ প্রতিনিধি আরফাতুল ইসলাম রিফাত, নতুন সময় প্রতিনিধি আব্দুল করিম, সিটিজিটাইম.কম প্রতিনিধি মো: আলাউদ্দিন, জনকন্ঠনিউজ.কম প্রতিনিধি অমিত কর্মকার,সাহিত্যিক পলাশ দাশ,সংগীতশিল্পী সুজিত দত্ত, রাহুল শীল,মো: মোবারক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য আয়োজনে বীর চট্টগ্রাম মঞ্চের ১৯তম বর্ষপূর্তি উদযাপন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।