মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে বসবাস করছে। অথচ ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সবসময় সংখ্যাগরিষ্ট হিন্দু সম্প্রদায় কর্তৃক নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বাংলাদেশ সরকার এই গণহত্যার জন্য প্রধান দায়ী ব্যাক্তি নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছে যা এ মুর্হূতে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর জন্য চরম উস্কানিমূলক। এই
সাম্প্রায়িক ঘৃণাচারি বাংলাদেশে আসলে, দেশের শান্তিশৃঙ্খলা হুমকির মুখে পড়বে। দেশের শান্তিকামী মানুষ গুজরাটের কসাইখ্যাত দলিল গণহত্যার খলনায়ক নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে কোনক্রমেই সহ্য করবে না।
শনিবার(২৯ফেব্রুয়ারী) চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ডাক বাংলো চত্বরে মাগরিব নামাজের শেষে হাটহাজারী পৌরসভার উদ্যোগে এক বিক্ষোভ সমাবশে প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ কথা
বলেছেন।
হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনকি সম্পাদক মাওলানা মীর ইদরীসের সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলার সাবকে ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনিরের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠতি হয়।
হাটহাজারীতে হেফাজত ইসলাম বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে