মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

হাটহাজারী পৌর সদরে অবৈধ দখলকৃত সরকারী খাস খতিয়ান ভুক্ত জমি দখলমুক্ত করেন উপজেলা প্রশাসন। জমি গুলোর আনুমানিক মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।

ইউএনও রুহুল আমিন বলেন,১৬ বছর ধরে সরকারি রাস্তা দখল করে রেখেছিলেন জনৈক ভূমিখেকো।পৌরসভার মিরেরহাট এলাকার খালের পাশের একটা সরকারি জায়গা দখল করে রেখেছিলেন জনৈক বশির আহমেদ।উচ্ছেদ মামলা রুজু হয় তার বিরুদ্ধে তখনই, ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় ২০০৪ সালে।কিন্তু ভূমিখেকোর নানান অপ কৌশলে বারবার হোচট খায় প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার ২০১৯ সালে তিনবার জায়গা পরিমাপ করেন দখলবাজকে নিয়ে,তবুও তিনি সরকারি জায়গা ছেড়ে দিতে নারাজ। এ ভাবে হাটহাজারীতে উপজেলা প্রশাসন সরকারি কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধারে নেমেছেন।