প্রেস বিজ্ঞপ্তি :
সম্প্রতি কক্সবাজার সমিতি চট্টগ্রাম-এর ৫৪ বছর উৎযাপন উপলক্ষে “মিলন উৎসব ও সংবর্ধনা ২০২০” চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুয়েট হলে গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ৭টায় কার্যকরী পর্ষদ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম পর্বে উপস্হিত অতিথিরা কেক কাটেন ও স্বারক প্রকাশনা “প্রবাল”-এর মোড়ক উম্মোচন করেন। উৎযাপন কমিটির আহবায়ক এ জে এম গিয়াসুদ্দীন চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ নাজেমুল হক, প্রধান উপদেষ্ঠা এডভোকেট মাহমুদুর রহমান, সংবর্ধিত অতিথি হিসাবে কক্সবাজার-১ আসনের সাংসদ মোঃ জাফর আলম, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল এবং বিশেষ অতিথি হিসাবে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। বক্তারা চট্টগ্রামস্হ কক্সবাজারবাসীদের জন্য আয়োজিত কক্সবাজার সমিতি চট্টগ্রামের এই অনুষ্ঠানের ভূয়সী প্রসংশা করেন এবং সমিতির সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে তাদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। দ্বিতীয় পর্বে স্বনামধন্য অতিথি শিল্পী ও সমিতির সদস্যদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রেফেল ড্র ও মেজবান সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক অধ্যাপক মঈন উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এস এম সোহাইল, সদস্য নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে সমিতির সদস্যদের জন্য ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়, তাতে প্রায় ২০০ সদস্য সেবা গ্রহন করে।

ছবিঃ স্বারক প্রকাশনা “প্রবাল”-এর মোড়ক উম্মোচন করছেন অতিথি ও সমিতির কর্মকর্তাবৃন্দ