জে.জাহেদ :
কবর খুঁড়ায় সিদ্ধহাত ছিল চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী চৌধুরী বাড়ীর আবদুর রসিদ চৌধুরীর । তাই কোথাও মানুষ মারা গেলে ডাক পড়তো তার। খুশী মনে ছুটে যেতেন কাছে কিংবা দূরের কোথাও।
মনের মত করে কবর খুঁড়ে সবাইকে তাক লাগিয়ে দিতেন । এ পর্যন্ত খুঁড়েছেন শতাধিক কবর। ১৬ ফেব্রুয়ারি বাড়ীর পাশে ডাঃ হারুনের বাড়ীতে জনৈক নুর-নাহার নামের এক মহিলার মৃত্যুর খবর শুনে নিজের চায়ের দোকান বন্ধ করে ছুটে গিয়েছিলেন কবরস্থানে।
প্রায় ৭০ বছর বয়সে জোয়ানের মত হাতে তুলে নিলেন কোদাল। কোদাল চালানোর এক পর্যায়ে হঠাৎ কবরের ভেতর নিজেই ঢলে পড়লেন। বিধাতার কি অমোঘ নিয়ম! অন্যের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেই খোঁড়া কবরে শায়িত হলেন তিনি।
নিহত আবদুর রসিদ চৌধুরী চট্টগ্রাম বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলীর মৃত ইউসুপ আহমদ চৌধুরীর পুত্র। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।