মো. নুরুর করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের অভিষেক ও মিলন মেলা জাঁক ঝমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিলছড়িস্থ হেব্রণ মিশন মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, উপদেষ্টা আবু মুছা ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা জামাল, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন। পরে বেলুন উড়িয়ে অভিষেক ও মিলন মেলার শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চাঁদা বাজ ও ঠক বাজদের ঠাঁই আওয়ামী লীগে নেই। তিনি বলেন, বর্তমানে পার্বত্য এলাকায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এসব সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। তাই দেশের উন্নয়নকে আরো বেশি গতিশীল ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের মিলে মিশে কাজ করতে হবে। এর আগে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত তিন উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।