লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ধুপিপাড়া এলাকায় টিলা কাটার অপরাধে ‘এলবিএম’ নামের ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৩০ জানুয়ারি দুপুরে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌছিফ আহমেদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মসন সিংহ, সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: তৌসিফ আহমেদ বলেন, মাটি কেটে পরিবেশ নষ্ট করার ব্যাপারে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার চরম্বা এলাকায় ফসলি জমি ও টিলা থেকে মাটি কাটর সময় ৩টি স্কেভেটর নষ্ট করা হয়। এ সময় ১টি ডাম্পার জব্দ করেন। টিলা কাটার অপরাধে এলবিএম ইটভাটাকে ১ লাক্ষ টাকা জরিমানা করা হয়।