মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী পৌর-সদরের বাসস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযানে দুই কোটি টাকার সরকারী সম্পক্তি উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার(১৯ জানুয়ারী) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভুমি)সম্রাট খীসা সার্ভেয়ার দ্বারা ওই জায়গাটি পরিমাপ করে চিহিৃত করেন। পরে দুপুর ১টার থেকে ৫টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান।সড়ক বিভাগের আওতাধীন চট্রগ্রাম-হাটহাজারী জাতীয় মহাসড়কের মোড়ে সড়ক ও জনপথ এর অধিগ্রহণকৃত ভূমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর প্রশাসক রুহুল আমিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।এ সময় সওজ এর কর্মকর্তারাসহ হাটহাজারী মডেল থানা পুলিশ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন,দীর্ঘ দিন উচ্ছেদকৃত জমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু লোকজন। বাসস্টেশন মোড়ে তীব্র যানজটসহ নানা সমস্যায় ছিল জনসাধারণের। উচ্ছেদ অভিযানে প্রায় ১৪ শত বর্গফুট সরকারী জমি উদ্ধার হয়েছে বলে জানান তিনি।