মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
বন সম্পদ রক্ষার্থে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পৌর সদর এলাকায় পশ্চিম পাহাড়ে সরকারী গাছ চুরির ঘটনায় এ উদ্যোগ নিয়েছে ইউএনও রুহুল আমিন। দীর্ঘ বহু বছর ধরে পৌর সদরের পশ্চিমে পাহাড়ে মূল্যবান গাছ চুরি হয়ে যাচ্ছে। চুরি ঠেকাতে বন বিভাগ বার বার ব্যার্থ হয়েছে। বিষয়টি ইউএনও রুহুল আমিনকে অবহিত করলে তিনি পৌর সদরের পশ্চিম পাহাড়ের সাথে যোগাযোগ ব্যবস্থায় সাইন বোর্ড লাগিয়ে চেক পোস্ট বসিয়ে দেন যাতে ঐ সড়ক দিয়ে কাঠ পাচার না হয়। স্থানীয় লোকজনের সব গাড়ি ছাড়া কাঠের গাড়ি গুলো যাতে প্রধান প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিয়েছেন তিনি। চেক পোস্ট বসিয়ে সরকারী বনজ সম্পদ গুলো রক্ষা করছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন,সরকারী যে কোন সম্পদ রক্ষা করা আমার দায়িত্ব তাই বন বিভাগকে সহযোগিতা করার জন্য চেক পোস্ট বসিয়ে চোরদের কাঠ পাচার বন্ধ করার চেষ্টা করলাম অন্তত পক্ষে এ সড়ক দিয়ে আর কাঠ পাচার হবে না।